কক্সবাজার শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত মূল্য ও গুদামজাত করার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১ টায় শহরের বড় বাজারে ৪ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
এর মধ্যে কাঁচা তরকারির মূল্য বেশি নেওয়ায় ব্যবসায়ীকে ১ হাজার টাকা, গুদামজাত করার অপরাধে আড়ৎদারকে ২ হাজার টাকা ও বাজারের অন্য এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা মনিটরিং অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র রায় অভিযানে নেতৃত্ব দেন।
তিনি ভেজাল রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।