কক্সবাজার শহরের উপকন্ঠে বাহারছড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটেছে। এই ঘটনায় ৫ বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বুধবার দুপুরে এই অগ্নিখকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের বাহারছড়ার বদন আলী ও তার চার পুত্র ছৈয়দ আহমদ, জালাল আহমদ, ফারুক আহমদ, শাহ আলমের মালামালসহ সম্পূর্ণ বসত বাড়ি পুড়ে যায়। এতে ৫ পরিবারে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে রাইচ ক্রকার থেকে শর্টসার্কিট হয়ে অগ্নিকা-ে সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন এলাকাবাসী আহত হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।