২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

20150530

বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকীতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথভাবে দিনব্যাপী কর্মসূচী পালন করে।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ৩০ মে ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণ, কালো পাতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, দুপুরে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেন- শহীদ জিয়ার অম্লান আদর্শ ও দর্শন আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে আজ প্রতিষ্ঠিত। জীবদ্দশায় জাতির চরম ক্রান্তিকালে জিয়াউর রহমান দেশ ও জনগনের পক্ষে অবস্থান গ্রহণ করেন। জিয়াউর রহমান গণতন্ত্রের কথা বলে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও বলে গেছেন- বিএনপি চরম ডানপন্থি দল হবে না। এটা হবে মধ্যমপন্থি উদার গণতান্ত্রিক, প্রগতিশীল একটি দল। এটা আমাদের মনে রাখতে হবে।
সভাপতির বক্তেব্যে শাহাজাহান চৌধুরী বলেন- আজকে জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী। এই দিনে চট্টগ্রামে তাকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তিনি অত্যন্ত একজন জনপ্রিয় নেতা ছিলেন, যা তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল জাতি লক্ষ্য করেছে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা করেছেন, নিজ হাতে অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধ করেছেন। ক্ষমতাসীন হওয়ার পর সংস্কার করেছেন। বহুদলীয় গনতন্ত্র ফিরিয়ে এনেছেন। কৃষি বিপ্লব ঘটিয়ে খাদ্যে স্বনির্ভর জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই দিনে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবিদলের সভাপতি হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র মোঃ জিসান উদ্দিন জিসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক এম. আলা উদ্দিন রবিন, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন রিপন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচ. এম. রায়হান উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবিদল, জিয়া পরিষদ, কৃষকদল, মহিলাদল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবি সহকারী ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।