টেকনাফে শাহপরীরদ্বীপ এলাকা থেকে ৪২বিজিবির জওয়ানেরা দেড়কোটি টাকা মূল্যের ৫০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ১০মে রোববার ভোর ৫টার দিকে শাহপরীরদ্বীপ বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানেরা জ্বালিয়াপাড়াস্থ ঝাউবাগানে অভিযান চালিয়ে দেড়কোটি টাকা মূল্যের ৫০হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
–
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।