২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

শিক্ষক পুলিন বিহারি বড়ুয়াকে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া শাখার সম্মাননা

কনক বড়ুয়া, নিউজ এডিটরঃ

উখিয়ার শিক্ষক পুলিন বিহারি বড়ুয়া কে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালের দিকে মধ্যরত্না পুলিন বিহারি বড়ুয়ার নিজ বাড়িতেই এই সম্মাননা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া, শিক্ষক অমৃত কুমার বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মেধু কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, দীনেশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার জেলা শাখার সভাপতি এড অনিল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়া শাখার সাধারন সম্পাদক মধু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক হিমু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বড়ুয়া।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মিলন বড়ুয়া, সহ সভাপতি সনজিত বড়ুয়া, অর্থ সম্পাদক বিজন বড়ুয়া, সহ সভাপতি সুদত্ত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া বিধান, সহ সাধারণ সম্পাদক শেখর বড়ুয়া, সহ অর্থ সম্পাদক তাতু বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ বড়য়া, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সনেট বড়ুয়া, সহ অর্থ সম্পাদক সুকুমল বড়ুয়া, অভ্যর্থনা বিষয়ক সম্পাদক দিলিপ বড়ুয়া, শান্তি শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজল বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলু বড়ুয়া, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক পাপন বড়ুয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিশান বড়য়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিটন বড়ুয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক তপন বড়ুয়া, সহ শান্তি বিষয়ক সম্পাদক রিমন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক বাপ্পি বড়ুয়া, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আকাশ বড়ুয়া, দপ্তর বিষয়ক সম্পাদক রিন্টু বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক শিপন বড়ুয়া, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ বড়য়া রকি, প্রচার সম্পাদক প্লাবন বড়ুয়া মিশু, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি বড়ুয়া, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক বড়ুয়া ও অভিষেক বড়ুয়া সহ আরো অনেকে।

 

উল্লেখ্য, প্রবীণ শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিজস্ব ভূমি ও অর্থ সহায়তায় পাশ্ববর্তী হলদিয়াপালং ইউনিয়নে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় এবং রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার সহধর্মিণী শিক্ষিকা প্রীতি বড়ুয়া। তাদের তিন সন্তান। তিন সন্তানদের মধ্যে ডাঃ উত্তম কুমার বড়ুয়া, এম. বি. বি.এস (বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত)। বড় মেয়ে মৈত্রী বড়ুয়া বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের প্রভাষক। ছোট মেয়ে পাপড়ি বড়ুয়াও স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।