নীতিশ বড়ুয়া, রামুঃ রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় প্রমথ বড়–য়া (প্রমথ স্যার)’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ২ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে সংঘদানসহ ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে জাদি পাহাড়স্থ কেন্দ্রীয় শশ্মানে তাঁর শেষকৃত্য করা হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, একুশে পদকে ভূষিত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুণ্যদান ও শোক সভায় আলোচকরা বলেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় প্রমথ বড়–য়া (প্রমথ স্যার) শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি সমাজ সংস্কারে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কৃতি ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। দায়িত্বশীল ও সুদক্ষ শিক্ষক হিসেবে অনুকরনীয় ব্যক্তি ছিলেন প্রমথ বড়–য়া। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির দুই বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ও সমাজ সংস্কারে তিনি ছিলেন অনন্য ব্যক্তি।
প্রমথ বড়ুয়া যেমন আদর্শ শিক্ষক ছিলেন তেমনি একজন আদর্শ পিতাও ছিলেন। তাঁর সন্তানেরা আজ সকলে উচ্চ শিক্ষায় শিক্ষিত। বড় সন্তান মৃন্ময় বড়ুয়া নান্টু আমেরিকা, মেঝ সন্তান ডা. চিন্ময় বড়ুয়া শান্তু লন্ডন প্রবাসী এবং ছোট সন্তান দেশের তরুন আইনজীবি ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া টিন্টু সহ প্রমথ বড়–য়ার অগনন ছাত্র-ছাত্রী দেশে-বিদেশে নিজ নিজ অবস্থানে থেকে আলো ছড়াচ্ছে।
পুণ্যদান ও শোক সভায় অংশ নেয় কক্সবাজার পাহাড়তলী উ. কুশল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় থের, রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে.শ্রী জ্যোতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের, শীলভদ্র থের, কে.জ্যোতিমিত্র ভিক্ষু, প্রজ্ঞাপাল ভিক্ষু, প্রজ্ঞাতিলক ভিক্ষু, করুনাপ্রিয় ভিক্ষু প্রমুখ ভিক্ষুসংঘ। স্মৃতি চারন করেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি শিল্পী প্রবীর বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজু বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, কক্সবাজারের সিনিয়র আইনজীবি এড. রাখাল বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া টিন্টু। পুণ্যদান অনুষ্ঠানে শীলা প্রার্থনা করেন প্রবীন সমাজকর্মী নিমাংশু বড়ুয়া।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রমথ বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭ অক্টোবর রাত ৮ টা ২০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রমথ বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার অরুন বড়ুয়া মহাজনের (প্রজ্ঞাবংশ মহাথের) মেঝ ছেলে। তাঁর বড় ভাই মন্মথ বড়ুয়া লন্ডন প্রবাসী। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুমথ বড়ুয়া তাঁর ছোট ভাই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।