২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাইঃ আ.লীগ নেত্রী রিজিয়া রেজা চৌঃ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন সমূহের মধ্যে ২৩নভেম্বর সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ ড.নদভীর সহধর্মিণী, নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি দীপংকর তৎচঙ্গা, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুল হক, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হারেজ মোহাম্মদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জোনায়েদ, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল,সাতকানিয়া মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা নার্গিস মুন্নি,মহিলা নেত্রী সৌলক,হামিদা বেগম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান, মানিক,নয়ন, সায়িদ, যুব নেতা রাসেল, আবছার মুক্তিযোদ্ধা সমর চৌধুরী, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজ মাদক আসক্তিতে তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করছে। তিনি বলেন, তাদের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলতে হবে।

শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা সাতকানিয়া জুনিয়র ফ্রেন্ডস সার্কেলকে ক্রিকেট সেট, ভোয়ালিয়াপাড়া সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আশার আলো তরুণ একতা সংঘ, এডভান্স সোসাইটি, সাতকানিয়া মডেল হাইস্কুল, বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গারাংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদরপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ফুটবল, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে ব্যাডমিন্টন ছাত্র-ছাত্রী ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।