১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ২১ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান চর্চায় আরো বেশি মনোনিবেশ করতে হবে

011

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান চর্চায় আরো বেশি মনোনিবেশ করতে হবে। তাহলেই সরকারের ঘোষনা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে। কক্সবাজারে গতকাল শনিবার ‘৩য় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত প্রকাশ করেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকাল এর উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
কক্সবাজারের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা সকালে উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী। সমকাল পাঠক ফোরাম সুহৃদ সমাবেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক অজিত দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকাল কক্সবাজার অফিস প্রধান আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ সেলিমা আলম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক রাদু বড়–য়া চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক আবু ছৈয়দ মুজিব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন- সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করবে। সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা করবে। বক্তারা বলেন- সমকাল জাতিকে শুধু সঠিক খবর পরিবেশন করে না। শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানও রাখছে।
সকালে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারয়িা একাডেমী এবং কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল এর ১২ প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল রানার্সআপ হয়েছে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় দলের দলনেতা অহর্নিশ সেন শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। বিতর্ক শেষে অংশগ্রহণকারিদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।