৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

শিলখালী উচ্চবিদ্যালয় দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

 

Pekua Pic 26-

প্রথম আলোর ‘আই জেন-২০১৫’ এর দ্বিতীয় দিনের উৎসব গতকাল রোববার সকালে জেলার পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় বিজয়ী হয়েছে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। এরা জেলা পর্যায়ের উৎসবে শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
আজ সোমবার সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং দুপুরে খুটাখালী কিশলয় আদর্শ শিশু শিক্ষা নিকেতনে পৃথকভাবে আই-জেন উৎসব করা হবে।
গতকাল রোববার সকাল ১০ টায় শিলখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারি শিক্ষক জাহেদ উল্লাহ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহনে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে শিলখালী উচ্চ বিদ্যালয় দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম ও সাংবাদিক এস এম হানিফ। এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল উৎসব।
বিজয়ীরা হলো: আল নাহিয়ান ইসাত (৯ম শ্রেণি), সুফাইদা জন্নাত খুকী (১০ম), আবদুল্লাহ মো. সাইফুদ্দিন (১০ম), মোঃ তাজকির হোছাইন (৮ম), মো. এমরান উদ্দিন (৯ম), তৌহিদুল ইসলাম ফয়সাল (১০ম), মোহাম্মদ সাজ্জাদ হোসাইন (১০ম), মুহাম্মদ নাছিম উদ্দিন আরফাত (৯ম), তোফায়েল আহমদ বাবু (১০ম) ও মো. আশেক (৯ম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, বায়েজিদ মুহাম্মদ আরিফ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।