নিজস্ব প্রতিবেদকঃ শিল্পনগরী আজিজনগর সাংবাদিক ফোরামের ২০১৭–২০১৯ সেশনের জন্য ৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার আজিজনগর সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক নতুন বাংলাদেশ, কক্সবাজার সময় ডটকম এর বান্দরবান প্রতিনিধি নুরুল আলম রাজা সভাপতি, দৈনিক গীরি দর্পণের প্রতিনিধি কে.এইচ মহসিন সাধারণ সম্পাদক এবং কিডস টিভি, চাটগাঁর সংবাদ প্রতিনিধি ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ওয়াংথিং (সাপ্তাহিক ফায়সালা) যুগ্নসম্পাদক সাইফুল ইসলাম (চাদঁমামা ডটকম) সাংগঠনিক সম্পাদক প্রুমং মার্মা (দৈনিক বিশ্ব মানচিত্র) আলমগীর হোসেন (দৈনিক ডেসটিনি) নুরুচ্ছফা ইসলাম (দৈনিক দিন প্রতিদিন)
এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি নুরুল আলম রাজা।
সভায় বিগত দুই বছরের সংগঠনের আয়-ব্যয়সহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৮ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।