রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজিমুদ্দিন নদভী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে অনেক বেশী আন্তরিক। সাতকানিয়া লোহাগাড়ার অনেক সোনার সন্তানেরা বিশ্বের বড় বড় দেশগুলোতে নেতৃত্ব দিচ্ছে। কারণ তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা গ্রাম থেকে পড়ালেখা করে উচ্চ শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন,শিক্ষার মানকে আরো বেশী গতিশীল করার জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দেশ এখন অনেক এগিয়ে। শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হবে। এ বিদ্যালয়টি শীঘ্রই এমপিওভুক্ত করা হবে বলে তিনি ঘোষণা দেন। এছাড়াও বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ২৩ ফেব্রুয়ারী দুপুর ১টায় লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি হাজ্বী সমশুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলাম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফরিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী।বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মুহাম্মদ আবদুল্লাহ বাচ্চু ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এসএম আবদুল জব্বার,দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল আলম জিকু,
উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান, আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আহমদ। এছাড়াও অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক- অভিভাবিকা, সকল শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।