আতিকুর রহমান মানিকঃ কক্সবাজারে শুঁটকি মহাল মালিকসহ ৪ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শহর সংলগ্ন দেশের সর্ববৃহৎ সামুদ্রিক শুঁটকি শিল্প এলাকা নাজিরারটেক শুঁটকি মহালে মাছ প্রক্রিয়াজতকরনে বিষ মেশানোর সময় হাতেনাতে এদের আটক করা হয়। বিভিন্ন প্রকার কীটনাশক, বিষমিশ্রিত পানি, স্প্রে মেশিন ও অন্যান্য সরঞ্জামও এসময় জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ শুঁটকি করার সময় কীটনাশক ব্যবহার করে আসছিল একশ্রেণীর অসাধু ব্যাবসায়ী। তাই জনস্বাস্হ্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ধৃত শুঁটকি মহাল মালিক মোঃ ইদ্রিছকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। আটক অপর তিন শ্রমিক ফয়েজ উদ্দীন, আশরফ আলী এবং আবু ছিদ্দিককে মৎস্যপণ্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন আইনে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়। এরা সবাই কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডস্হ কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, উপকূলব্যাপী এখন শুঁটকি উৎপাদন মৌসূম শুরু হয়েছে, তাই জনস্বাস্হ্য রক্ষায় বিষমুক্ত ও নিরাপদ শুঁটকি উৎপাদন নিশ্চিত করতে এরকম অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।