১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বিএসপিএ'র ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা

শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরীর যোগ্যতাও রাখে কক্সবাজার

সংবাদ বিজ্ঞপ্তি :
শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরী হওয়ার যোগ্যতাও রাখে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সে ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার বিকেলে এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার বিএসপিএ সভাপতি এম.আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
এসময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জিএম জাহিদ ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম, আবছার কামাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক ও কুটুমবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল কবির পাশা, সাবেক কৃতি ফুটবলার খালিদ হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি আজিজ রাসেল, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক ইনানীর যুগ্ম বার্তা সম্পাদক বলরাম দাশ অনুপম, ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, সংবাদকর্মী মোহাম্মদ ফরিদ, সাজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।