কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী উখিয়া খয়রাতি প্রজ্ঞামিত্র মহারত্ন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধের ত্যাগ শিক্ষায় উজ্জ্বীবিত ও এতদাঞ্চলরের সংঘ সমাজের প্রিয়মুখ ভদন্ত শুভানন্দ স্থবিরের মহাস্থবির বরণ, জিনরাজ সীমা প্রতিষ্ঠা, অষ্টউপকরণ সহ মহান সংঘদান ও বৌদ্ধ মহাসম্মেলন’২০১৭ অনুষ্ঠান অদ্য ৩ ফেব্রুয়ারী ২০১৭ ইংরেজি শুক্রবার উক্ত বিহার প্রাঙ্গনের সবুজ চত্বরে সু-সম্পন্ন হয়েছে৷
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অগ্গমহসদ্ধমজ্যোতিকাধজ, একুশে পদক প্রাপ্ত ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের বিহার অধ্যক্ষ উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের৷ প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন শাকপুরা সার্বজনীন তপোবন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজা বসুমিত্র মহাথের৷ প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান লোটাস এসোসিয়েশন কর্তৃক অান্তর্জাতিক বুদ্ধিস্ট সনদ প্রাপ্ত ও উখিয়া অানন্দ ভবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রজ্ঞাবোধি থের ৷ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ভদন্ত প্রিয়রত্ন মহাথের, ভদন্ত ইন্দ্রবংশ মহাথের, সুনন্দপ্রিয় মহাথের মহোদয়গন৷
অনুষ্ঠানের পূজনীয় সভাপতি পন্ডিত সত্যপ্রিয় মহাথের দেশনায় বলেন জীবনের প্রথম পর্ব হল পবিত্রতার মধ্য দিয়ে যেদিন একজন ব্যাক্তির শুরু হয়৷ তিনি বলেন আজকে ভদন্ত শুভানন্দ মহাথের’র মাতা-পিতা গর্বিত হয়েছে এমন উত্তম সন্তান জন্ম ও বুদ্ধ শাসনে দান করে৷ ভদন্ত শুভানন্দ মহাথের দীর্ঘদিন খয়রাতি প্রজ্ঞামিত সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষের দায়িত্ব পালন করে সমাজকে একটি সু-শৃঙ্খল পরিবেশে দাড় করিয়েছন৷ তিনি এই বিহারের অনেক উন্নতি সাধন করেছেন যেমন ভিক্ষুসীমা ঘর প্রতিষ্ঠা সহ আরও কল্যান জনক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।