নীতিশ বড়ুয়া, রামু (কক্সবাজার):
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বদ্ধত্ব লাভের ত্রি-স্মৃতিবিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কক্সবাজার-রামুসহ সকল বৌদ্ধ সম্প্রদায়কে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এমপি কমল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে বৌদ্ধদেরও তাৎপর্যপুর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিলো তাঁর একমাত্র লক্ষ্য।
করোনা ভাইরাস সংক্রমনে বর্তমান বিশ্ব বিপর্যস্ত। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। এ প্রেক্ষাপটে সবাইকে জনসমাগম এড়িয়ে এবারের বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হচ্ছে।
সাইমুম সরওয়ার কমল এমপি আশা করেন গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সকলে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
তিনি বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধপূর্ণিমায় কক্সবজার-রামুসহ দেশ ও বিদেশের সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এ কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।