২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় অনুদানের টাকা বিতরণকালে-উপজেলা চেয়ারম্যান জাফর আলম

শেখ হাসিনার আ’লীগ সরকার দুর্যোগ-দুর্দিনে সবসময় মানুষের পাশে রয়েছে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে ইতোপুর্বে ঘুণিঝড় মোরা তান্ডবে ক্ষতিগ্রস্থ ৩৬৫টি পরিবারের মাঝে গতকাল বুধবার এনজিও সংস্থা খ্রীষ্টাল এইড’র উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যদের হাতে অনুদানের টাকা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এনজিও সংস্থা মুক্তির সহযোগিতায় এদিন ঢেমুশিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৬৫টি ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যদের হাতে প্রথম কিস্তির ৪ হাজার টাকা করে বিতরণ করা হয়।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন সাগরের সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, এনজিও সংস্থা খ্রীষ্ঠাল এইড এর প্রকল্প সমন্বয়কারী নিহার ঘোষ, মুক্তি কক্সবাজার এর প্রকল্প ব্যবস্থপক খায়রুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা শফিকুল আকবর, হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরজ খাতুন ও ইউপি মেম্বার জামাল হোছাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে বিশ^াসী। দুর্যোগ-দুর্দিনে আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। যখনই দেশে বড় ধরণের দুর্যোগ হয়েছে তখনই সরকার মানুষের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছি। তিনি বলেন, আওয়ামীলীগ মানে গরীব দু:খী মানুষের ভাগ্য উন্নয়ন, আর বিএনপি মানে দুর্যোগে আক্রান্ত মানুষকে কাফন ছাড়া দাফন। আমরা ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে সেই চিত্র দেখেছি। ওইসময় ঘুর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যখন চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছিল, তখন বিএনপি সরকার এসব লাশ দাফন করতে কাফনের কাপড় দেয়নি। সেইদিন গরু-ছাগলের সাথে মানুষকে দাফন করা হয়েছিল।

তিনি আরো বলেন, ৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পরবর্তী শাসনামলে আওয়ামীলীগ সরকার সব ধরণের প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁিড়য়েছে। ক্ষয়ক্ষতি উত্তরনে সাধ্যমতো সহযোগিতা দিয়েছে। অনুরূপভাবে ঘুর্ণিঝড় আক্রান্ত মানুষের মাঝে এনজিও সংস্থা খ্রীষ্টাল এইড ও মুক্তির এই অনুদান নিসন্দেহে প্রশংসার দাবি রাখে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা ও গরীব মানুষের ভাগ্য উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকার জন্য উপস্থিত জনগনকে আহবান জানান। পাশাপাশি চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করতে কাজ করার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।