২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়া উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় হারবাংয়ে ৫’শ পরিবারে বিদ্যুত সুবিধা নিশ্চিত

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” -জাফর আলম

উপজেলার হারবাংয়ে ৫’শ পরিবারে মাঝে নুতন বিদ্যুত সংযোগ উদ্বোধন করছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় অবশেষে উপজেলার হারবাং ইউনিয়নের প্রত্যন্ত জনপদের অন্তত ৫শত পরিবারে বিদ্যুত সুবিধা নিশ্চিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর দুপুরে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং কোরবানিয়াঘোনা, কাট্টলীবিল ও সাবানঘাটা এলাকার এসব পরিবারের মাঝে সম্প্রসারিত বিদ্যুতায়ন পিডিবি নতুন বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বিদ্যুত বিভাগের প্রকৌশলী ফয়জুল আলীম আলো, সহকারি প্রকৌশলী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম, উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ কালু, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ইসমাইল, মেম্বার ছৈয়দ নুর, মেম্বার গোলাম ছত্তার, মেম্বার বাবুল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

স্থানীয় হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং কোরবানিয়াঘোনা, কাট্টলীবিল ও সাবানঘাটা এলাকার এসব পরিবার অনেকবছর ধরে বিদ্যুত সুবিধা বঞ্চিত রয়েছে। আমরা জনগনের পক্ষ থেকে বারবার চেষ্ঠা করেও বিগত সরকারের আমলে এখানে বিদ্যুত সুবিধা নিশ্চিত করতে পারেনি। সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমকে বিষয়টি এলাকার জনগনের পক্ষ থেকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে অবশেষে গতকাল উল্লেখিত এলাকায় বিদ্যুত সংযোগ চালু করে দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান জাফর আলমের অবদানে পিডিবির সম্প্রসারিত বিদ্যুতায়নে এলাকার অন্তত পাঁচশত পরিবার এখন থেকে সুফল ভোগ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াসী। দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার দেশে সকল সেক্টরে সমানভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছে। আজ জননেত্রী শেখ হাসিনার অনন্য অবদানে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তিনি বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও সরকারের সফল উদ্যোগ গুলো জনগনের কাছে পৌঁেছ দিতে আমরা চেষ্ঠা করে যাচ্ছি। চেষ্ঠার অংশ হিসেবে আজ চকরিয়া উপজেলার উত্তর হারবাং কোরবানিয়াঘোনা, কাট্টলীবিল ও সাবানঘাটা প্রায় ৫০০ পরিবারের মাঝে সম্প্রসারিত বিদ্যুতায়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগামীতেও চকরিয়া-পেকুয়া জনপদের অবহেলিত এলাকায় সরকারের ঘোষনা মোতাবেক জনগনের মাঝে বিদ্যুত সুবিধা নিশ্চিত করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।