নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ একটি পরিবার। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে হবে। স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা-কর্মী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবে। শেখ হাসিনার কথার সাথে বেঈমানী করার কোন সুযোগ নেই। আগামী ১২ জুন মাহাবুবুরকে বিশাল ব্যবধানে জিতিয়ে সেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিবো আস্থা ও বিশ্বাসের মার্যাদা কক্সবাজারবাসি দিয়েছেন।
আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় নেতারা এমন কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম আজিম, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, সদস্য জাবেদুল আজম মাসুদ।
মাষ্টার মুজিবুর রহমানের কোরআন পাঠের মধ্য শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. রহিম উদ্দিন। কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট একরামুল হুদার সঞ্চালনায় সভায় মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবকলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি ও সাধারণ সম্পাদকের আগমনে কক্সবাজার পৌরবাসী আজ ধন্য। নৌকার বিজয় নিশ্চিত করার আপনারা এসেছেন ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আস্থা ও বিশ্বাস নিয়ে মনোনয়ন দিয়েছেন তার মর্যাদা আমি রাখবো।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, মাষ্টার মুজিবুর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ, ওসমান সরওয়ার আলম, রুস্তম আলী চৌধুরী, মোরশেদ হোসাইন তানিম, ফাহাদ আলী, তপন মল্লিক, আবুল হোসেন, আবু বক্কর, মোরাদ হাসান, অধ্যাপক হেলাল উদ্দিন, শওকত হোসেন।
এর আগে বিকাল ৩ টায় শত শত মানুষ সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়রপ্রার্থী মাহাবুবুর রহমানকে বরণ কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।