২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়া কোরক বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের সংবর্ধনায় উপজেলা চেয়ারম্যান

শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে ২০১৭সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষার্থীদেরকে ব্যাপক আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আখের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ জাফর আলম।

বিদ্যালয়ের প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক রিদুয়ানুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শাখার প্রধান অলসন বড়–য়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরল কবির, প্রতিষ্ঠাতা সদস্য কমরেড নুরুল আবছার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কাদের, সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, পরিচালনা কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, পরিচালনা কমিটির সাবেক সদস্য ও চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির নির্বাচনে প্রাথমিক শাখার অভিভাবক প্রার্থী এসএম আলমগীর হোছাইন, শওকত হোসেন ও সাইফুল কাদের সোহেল। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা হাটি হাটি করে আজ প্রাথমিকের গন্ডি অতিক্রম করেছে। এটি দেশের জন্য বড় গৌরবের। তাদের এই অগ্রযাত্রা প্রমাণ করেছে বাংলাদেশ ক্রমানয়ে নিক্ষরতার অভিশাপমুক্ত হতে চলছে। অল্প বয়সে লেখাপড়ার মাধ্যমে নিজেকে মেধাবী হিসেবে তৈরী করতে পেরেছে বলেই আজ তাঁরা মাধ্যমিক যাচ্ছে।
তিনি বলেন, কোমলমতি এসব শিক্ষার্থীকে উৎসাহ অনুপ্রেরণা দিতে হবে। এই ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা সমানভাবে থাকতে হবে। বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষকরা ৬ঘন্টা সময় ধরে সাধ্যমতো তাদেরকে পাঠ দেন, বাকী সময় তাদের পড়ালেখার বিষয়টি পরিবারকে দেখতে হবে। পরিবার বলতে সচেতন মা-ই হচ্ছেন একজন যোগ্য অভিভাবক। একজন শিক্ষিত মা-ই দেশকে উপহার দিতে পারেন একটি শিক্ষিত জাতি। কোমলমতি এসব শিশুকে লেখাপড়ার মাধ্যমে আর্দশবান সু-নাগরিক হিসেবে তৈরী করতে হলে মায়েদের ভুমিকা হবে অদ্বিতীয়।

অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আপনারা সন্তানদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। আপনার সন্তানকে পড়ানোর দায়িত্ব নিয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকার। বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তি, মিড ডে মিল প্রকল্পসহ নানামুখী কার্যক্রম চালু করেছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। অতীতে কোন সরকার যে কাজ শিক্ষাখাতের উন্নয়নে করতে পারেনি, এসব উন্নয়নমুলক কাজ জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার নিশ্চিত করেছে। তাই শিক্ষাবান্ধব সরকারের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনেও আওয়ামীলীগের পক্ষে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম ২০১৭সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও একটি করে গোলাপ ফুল তুলে দেন। এরআগে এদিন সকালে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।