১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পেকুয়া গোঁয়াখালী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে-জাফর আলম

শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রগতির পাশপাশি ক্রীড়াঙ্গনকেও সাজাতে কাজ করছেন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার সফল নেতৃত্বে যখনই আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হন তখনই দেশে অভুতপুর্ব উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়। তার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জনপদে এগিয়ে চলছে উন্নয়ন অগ্রগতি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের আত্মসামাজিক উন্নয়নে শুধু সীমাবদ্ধ নেই, এই সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলার উন্নয়ন ও ক্রীড়াসহ সব ক্ষেত্রে সমানভাবে কাজ করে যাচ্ছে। যার কারনে দেশের প্রতিটি সেক্টর আজ স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হচ্ছে। সরকার প্রধান শেখ হাসিনা একজন ক্রীড়াবান্ধব মানুষ। তাঁর অনুপ্রেরণায় আজ দেশের ক্রীড়াঙ্গন উজ্জেবিত। দেশের দামাল ছেলেরা অসাধারণ ক্রীড়া নৈপুর্ণ প্রদর্শন করে বাংলাদেশকে বিশ^দরকারে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে। সেইজন্য সরকার দেশের উন্নয়ন অগ্রগতির পাশপাশি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে কাজ করছেন।

গতকাল ৩১ জানুয়ারী বিকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাফর আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, সাধারণ সম্পাদক আবুল কাসেম। এছাড়াও অনুষ্ঠানে গাঁয়াখালী প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য, পেকুয়া উপজেলা ও সদর ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে চলমান উন্নয়ন অগ্রগতির সুফল চকরিয়া পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে জনগনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিরা উন্নয়নের মাধ্যমে এসব অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছে। আশাকরি চকরিয়া-পেকুয়াবাসি বর্তমান সরকারের উন্নয়নের সুফল অব্যাহত রাখতে আগামী একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীকে গণরায় দেবে।

তিনি উপস্থিত জনগনের কাছে পেকুয়া উপজেলার জন্য বর্তমান সরকারের সফল উন্নয়ন কর্মকান্ডের বিষয় গুলো তুলে ধরে বলেন, অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল। কিন্তু শেখ হাসিনার আমলে, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পেকুয়াবাসির কল্যানে চলমান হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে, অতীতের অন্য কোন সরকার করতে পারেনি। তাই আপনাদেরকে বর্তমান সরকারের পাশে থাকতে হবে। সরকারকে আবারও রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ দিতে হবে। কারণ এলাকার উন্নয়ন চাইলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।