২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরুন- জেলা আওয়ামীলীগ

received_1818650358393197
শহর থেকে গ্রামে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষদের কাছে সরকারের মহাউন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরার জন্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। এটি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। গ্রাম-গঞ্জের প্রত্যেক মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ সন্ত্রাসী, বোমাবাজ আর নির্মমতায় মানুষ পুড়িয়ে মারার দল নয়, এটি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ইতিহাস-ঐতিহ্য মন্ডিত সর্ববৃহৎ সংগঠন। যে দল জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই যোগ্য উত্তরসূরীর হাত ধরে এগিয়ে যাচ্ছে।
১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার প্রথম সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, বাইবেল ও ত্রিপিটক পাঠ করেন ধর্মীয় নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া নতুন কমিটির প্রথম সভায় আগত জেলা কমিটির প্রত্যেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সভাপতি-সাধারণ সম্পাদক। পরে বঙ্গবন্ধু পরিবার, জাতীয় ৪ নেতা, প্রয়াত আওয়ামী লীগের সকল শীর্ষ নেতৃবৃন্দ ও কক্সবাজার জেলায় আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানসহ ক্ষুদা ও দারিদ্রতা বিমোচনে বিশ্বমঞ্চের রুল মডেল হিসেবে স্বীকৃতি লাভ ও ৮ম বারেরমতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান কক্সবাজার জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক। সভায় উপস্থিত ছিলেন- এডভোকেট একে আহমদ হোসেন, মোস্তাক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সহ-সভাপতি যথাক্রমে এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী, আজিজুর রহমান বিএ, এডভোকেট বদিউল আলম, মোঃ শফিক মিয়া, জাফর আলম চৌধুরী ও রেজাউল করিম। যুগ্ম সম্পাদক যথাক্রমে মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, কানিজ ফাতেমা মোস্তাক, এডভোকেট নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান চৌধুরী মাবু, নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, দপ্তর সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউনুছ বাঙ্গালী, ধর্ম সম্পাদক ড. নুরুল আবছার, বন ও পরিবেশ সম্পাদক কমর উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, মহিলা সম্পাদক নুসরাত জাহান মুন্নী, মুক্তিযোদ্ধা সম্পাদক এসএম. কামাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, শিক্ষা সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, শিক্ষা ও বাণিজ্য সম্পাদক খালেদ মোহাম্মদ, শ্রম সম্পাদক মোস্তাক আহমদ শামীম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মঞ্জুর, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, সদস্য যথাক্রমে এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট মমতাজ আহমদ, লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, এডভোকেট ফরিদুল আলম, এসএম গিয়াস উদ্দিন, শফিউল আলম চৌধুরী, এটিএম জিয়াউদ্দিন জিয়া, আলহাজ্ব মকসুদ মিয়া, মিজানুর রহমান, আমিনুর রশিদ দুলাল, রশীদ আহমদ, আবুল হোসেন কোম্পানী, আলহাজ্ব সোনা আলী, এডভোকেট আব্দুর রউফ, উম্মে কুলসুম মিনু, বদরুল হাসান মিল্কি, জিএম আবুল কাসেম, সুপ্ত ভূষন বড়–য়া ও মিজানুর রহমান মিজান।
সভায় আগামী দিনে দলকে আরও সু-সংগঠিত করার জন্য জেলার সকল উপজেলা ও সাংগঠনিক কমিটির সভাপতি-সম্পাদকের প্রতি নির্দেশনা দেয়া হয়। সেই সাথে জাতির কলঙ্কিত অধ্যায় “৩ নভেম্বর, জেল হত্যা দিবস” যথাযথ মর্যাদায় পালনের জন্য স্ব-স্ব উপজেলা আওয়ামীলীগকে নির্দেশ দেয়া হয় জেলা আওয়ামীলীগের প্রথম সভা থেকে। পরে সভাপতি তাঁর সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।