এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বুড়িরপাড়াস্থ পীরে কামেল আলহাজ মাওলানা মোহাম্মদ এহেছানুল হক (এহেছান হুজুরের) পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এহেছানুল উলুম দাখিল মাদরাসায় শীত বস্ত্র বিতরণ ও সুধী সভা গতকাল ১ ফেব্রুয়ারী দুপুরে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ মাওলানা মোহাম্মদ এহেছানুল হক (এহেছান হুজুর)।
মাদরাসার শিক্ষক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যানের সহ-ধর্মীনি মিসেস শাহেদা জাফর, বিশিষ্ঠ ঠিকাদার আলহাজ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সিকদার, তরুন প্রকৌশলী মো.আনোয়ারুল আছাদুজ্জামান নুর সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাফর আলমকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মাদরাসায় শিক্ষার্থীর মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যুগে যুগে যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন, সকলেই ইসলাম ধর্মের প্রচারে অনন্য ভুমিকা রেখেছেন। আমাদেরকে ইসলাম ধর্মের সঠিক মর্ম বুঝতে হবে, সেই মতে জীবন ধারণ করতে হবে। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললে সকলের জীবনে বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি এবং উন্নতি।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু অনেক রাজনৈদিক দল ধর্মের অপব্যাখা দিয়ে জনগনের মাঝে বিভ্রান্তি ও বিভাজন তৈরী করেছে। তাতে দেশের মানুষের মাঝে বিরূপ ধারণা তৈরী হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকারের আসার পর শান্তির ধর্ম ইসলামের সঠিক বারতা মানুষের মাঝে পৌঁছাতে কাজ করেছে। কারণ জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মভীরু মানুষ। কাজেই তিনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে আলেম-ওলামাদের নিয়ে কাজ করছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের আলেম সমাজের আলোকিত জীবন তৈরী করতে কাজ করছেন।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরও বলেন, শেখ হাসিনা সরকার ইসলাম ধর্মের শান্তির বারতা সঠিকভাবে জনগনের কাছে পৌছাঁতে আলেম ওলামাদের সাহায্য নিয়েছেন। অতীতে যত সরকার দেশ পরিচালনায় এসেছে তারমধ্যে শেখ হাসিনা সরকার ইসলাম ধর্ম ও আলেম-ওলামাদের কল্যানে বেশি কাজ করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।