১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

শেষ ম্যাচে পারল না বাংলাদেশ

bd-cricket_thereport24

শেষ ম্যাচটা জিততে পারল না বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৭ রানে জিতেছে ভারত। সিরিজটা তাই ২-১ ব্যবধানেই জিতেছে মাশরাফিরা। সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে সম্ভাবনা জাগিয়েও সম্ভব হল না ভারতকে বাংলাধোলাই করা।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। শুরুতে ব্যাট করে বাংলাদেশকে টার্গেট ৩১৮ রানের লক্ষ্য ছূড়ে দিয়েছে ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান করেছে বাংলাদেশ।

শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান আউট হয়েছেন ৯ রান করে। ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সাব্বির রহমান (৪৩)। এ ছাড়া সৌম্য সরকার ৪০, লিটন দাস ৩৪, নাসির হোসেন ৩২, মুশফিকুর রহিম ২৪ ও সাকিব আল হাসান ২০ করেছেন। ভারতের বোলারদের মধ্যে সুরেশ রায়না ৩টি এবং রবীচন্দ্রণ অশ্বিন ও ধবল কুলকারনি ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছে মহেন্দ্র সিং ধোনির দল। সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার শেখর ধাওয়ান। এ ছাড়া অধিনায়ক ধোনি ৬৯ এবং আমবতি রাইডু ৪৪ রান করেছেন। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মাশরাফি। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২টি ও সাকিব আল হাসান ১টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশের বোলাররা এই ম্যাচে অসাধারণ কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে আগের দুই ম্যাচে ১১ উইকেট পাওয়া মুস্তাফিজ এই ম্যাচেও নিয়েছেন ২টি উইকেট। ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। গড়েছেন রেকর্ডও। অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের সঙ্গে ৩ ম্যাচের সিরিজে ১৩ উইকেট নেওয়ার রেকর্ডটি ভাগাভাগি করেছেন সাতক্ষীরার এই তরুণ।

ভারত : ৩১৭/৬ (৫০ ওভার)- ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪; মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭, সাকিব১/৩৩।

বাংলাদেশ : ২৪০/১০ (৪৭ ওভার)- সাব্বির ৪৩, সৌম্য ৪০, লিটন দাস ৩৪, নাসির হোসেন ৩২, মুশফিক ২৪ ও সাকিব ২০; রায়না ৩/৪৫, কুলকারনি ২/৩৪ ও অশ্বিন ২/৩৫।

ফল : ভারত ৭৭ রানে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।

ম্যাচসেরা : সুরেশ রায়না (ভারত)।

সিরিজ সেরা : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।