২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

শ্রীঘ্রিই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে-ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ শম্ভু এমপি বলেছেন, খুব শ্রীঘ্রিই এখানে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারের ফিরে যাবেন আশ^স্থ করে তিনি বলেন, মিয়ানমারে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মিয়ানমারের নেত্রী অন সান সুচি’র সাথে বৈঠক করেছে। বৈঠকে সুচি বলেছে কপি আনান কমিশনের প্রস্তাব মেনে নিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় রোহিঙ্গাদের স্ব দেশে ফিরিয়ে নিতে ইউরোপিয়ন ইউনিয়ন সহ জাতিসংঘের চাপ অব্যাহত রয়েছে মিয়ানমার সরকারের প্রতি। তিনি বলেন, মিয়ানমার ইতিপূর্বে মুসলিম রোহিঙ্গা নিপীড়ন,নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সেবা দেওয়ায় তিনি মানবতার কন্যা হিসেবে বিশে^ পরিচিতি লাভ করেছে। রোহিঙ্গাদের সরকারি-বেসরকারি ভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করায় রোহিঙ্গা ক্যাম্পে ভাল আছে। তবে একটি মহল রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

এর আগে সংসদীয় কমিটির সদস্যরা মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬শতাধিক রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় সংসদীয় কমিটি প্রতিনিধিদলের সদস্য বিএম মোজাম্মেল হক এমপি, শফিকুল ইসলাম এমপি, আব্দুর রহমান বদি এমপি, মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।