রোববার আগারগাঁওয়ে বিসিসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনকালে এ আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আশা করি, এসব সমস্যা বেশিদিন থাকবে না। আমরা এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারব।’
দেশে এখন হরতাল-অবরোধের কোনো কার্যকারিতা নেই- মন্তব্য করে তিনি আরো বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করছি। দুর্ভাগ্য যে, মাঝখানে কিছু সমস্যা হচ্ছে। তবে জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা, এসব কিছুটা সময়ের জন্য সমস্যা। এটা বেশিদিন থাকবে না।’
দেশবাসীকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। সারা দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সাধারণ মানুষ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় জীবনযাত্রা আরো সহজ হয়েছে।’
তিনি বলেন, ‘রপ্তানি খাতে আমরা শুধু গার্মেন্টস নিয়েই চিন্তা করব না।’ আমাদের আরো সুযোগ আছে। বিশেষ করে, আইটি সেক্টরে সফটওয়্যার তৈরি করা, বাইরে পাঠানোসহ আইটি সেক্টরের অনেক কিছুই আমরা তৈরি করতে পারি। একটি দেশ বা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে, যদি সে জাতি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। আর বর্তমান বিশ্বটাই হচ্ছে প্রযুক্তির বিশ্ব। কাজেই প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।’
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ১৯টি মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মুক্ত করেন।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।