কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারী ও অবৈধ ডাম্পার মালিককে জরিমানা করা হয়েছে। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন সদর উপজেলা বাজারের বনফুল বেকারীতে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরী ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫১ ধারায় উপরোক্ত বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালি বহনের অপরাধে এসময় একটি ডাম্পার গাড়ীকেও মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা পরিষদের আইটি স্পেশালিষ্ট নুরুল আবছার, অফিস সহকারী আজাদ ও অতনু পাল এসময় উপস্হিত ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার এএসআই মোশাররফ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।