কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে যেন উৎসবের আমেজ। জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন করলেও সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা জেলা আওয়ামী লীগের মাধ্যমেই আবেদন করেছেন। যার ফলে জেলার আওয়ামী রাজনীতির কেন্দ্র বিন্দু জেলা আওয়ামী লীগ কার্যালয় নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
জেলা পরিষদের সদস্য পদে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশীদের পদভারে মুখরিত ছিল জেলা আওয়ামী লীগ কার্যালয়। গতকাল বেলা ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৮ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহন করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ৮৮ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৭৫ জন ১৫টি সাধারণ আসনে এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী উপস্থিত থেকে সাক্ষাতকার দিয়েছেন। তবে ৭নং ওয়ার্ডের সাধারণ আসনেও একজন মহিলা দলের মনোনয়ন চেয়েছেন। তার নাম জন্নাতুল বকেয়া রেখা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ জানিয়েছেন, সকল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আজ দিনের যেকোন সময় প্রধানমন্ত্রী বরাবরে প্রার্থীর তালিকা প্রেরণ করবে জেলা আওয়ামী লীগ। তিনিই একক প্রার্থী চুড়ান্ত করবেন।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। এলাকার উন্নয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, যারা দলের মনোনয়নের জন্য আবেদন করেছেন আপনারা সকলেই যোগ্য প্রার্থী। কিন্তু একটি আসনে একজনের বেশী মনোনয়ন পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন তাই চুড়ান্ত। যিনি মনোনয়ন পাবেন তাকে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এক যোগে কাজ করতে হবে।
গতকাল বেলা ১১টায় সংরক্ষিত (আসন মহিলা) ১৩ জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংরক্ষিত মহিলা ১ ওয়ার্ডে মাসরাফা জান্নাত। ২ নং ওয়ার্ডে সৈয়দা নিগাত আমিন, জাহানারা পারভীন, উম্মে কুলসুম মিনু, মরজিনা বেগম। ৩ নং ওয়ার্ডে ফিরোজা বেগম। ৪ নং ওয়ার্ডে আয়েশা সিরাজ, হামিদা তাহের, শাহানা আকতার পাখি ও তাহমিনা হক চৌধুরী লুনা। ৫ নং ওয়ার্ডে আশরাফ জাহান কাজল, মরিয়ম বেগম ও সানজিদা বেগম উপস্থিত থেকে তাদের মনোনয়ন দাবীর যৌক্তিকতা জেলা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।
পরে সাধারণ ওয়াডের ১ নং ওয়ার্ডে মিজানুর রহমান, জাহেদুল ইসলাম ফরহাদ ও কাইয়ুম ইসলাম। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ ইকবাল চৌধুরী, জাফর আলম এম এ, কামাল উদ্দিন, ওয়ালিদ চৌধুরী, এডঃ আবদুর রউপ, মোহাম্মদ ফরিদুল আলম, রুহুল আমিন বিএবিএড, বশির আহমদ ও কাইছারুল ইসলাম। ৩ নং ওয়ার্ডে মোবারক হোসেন বারেক, আরশাদ উল্লাহ সায়েম, আনোয়ার পাশা চৌধুরী, এম আজিজুর রহমান, মোস্তফা আনোয়ার চৌধুরী ও মোহাম্মদ আইয়ুবুর রহমান। ৪ নং ওয়ার্ডে আবু হেনা মোস্তফা কামাল, আবুল কাসেম, মোহাম্মদ ইকবাল, জহিরুল ইসলাম, এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী ও এস এম গিয়াস উদ্দিন । ৫ নং ওয়ার্ডে এস এম জাহাঙ্গীর আলম বুল বুল, কমর উদ্দিন চৌধুরী, ফিরোজ আহমদ চৌধুরী, মোহাম্মদ বদরুজ্জামান, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া ও জান্নাতুল বাকেয়া রেখা । ৬নং ওয়ার্ডে নুরে হাবিব তসলিম, আবু তৈয়ব, সরওয়ার আলম, মকছুদুল হক ছুট্টু ও এস এম মঈনুদ্দিন আহমদ চৌধুরী। ৭ নং ওয়ার্ডে এডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন কন্ট্রক্টর, মোহাম্মদ ওয়ালিদ মিল্টন, জাহিদুল ইসলাম লিটু, সাহাব উদ্দিন ও ফজলুল করিম সাঈদী। ৮ নং ওয়ার্ডে আবদুর রশিদ হায়দার, শাহনেওয়াজ তালুকদার, অধ্যাপক মোক্তার আহমদ ও মোক্তার আহমদ চৌধুরী। ৯নং ওয়ার্ডে তৈয়ব উল্লাহ মাতবর, আজিজুর রহমান, মনজুরুল হক চৌধুরী, সোহেল জাহান চৌধুরী। ১০ নং ওয়ার্ডে উজ্জ্বল কর, আনিসুল হক চৌধুরী, এম এ মনজুর, মোহাম্মদ মাসুদ কুতুবী, মাহমুদুল করিম মাদু ও দেলোয়ার হোসেন জনি। ১১ নং ওয়ার্ডে শামসুল আলম মন্ডল, অলক বড়–য়া আপ্পু, অরুণ বড়–য়া, হেলাল উদ্দিন, নিতিশ বড়–য়া, মোহাম্মদ ইউনুচ খান, মাসুদুর রহমান মাসুদ। ১২ নং ওয়ার্ডে শামসুল ্আলম, নুরুল আমিন কোম্পানী। ১৩ নং ওয়াের্ড বদিউজ্জামান, নুরুল হক, জাফার আলম চৌধুরী ও আবদু ছালাম। ১৪ নং ওয়াড হুমায়ুন কবির চৌধুরী ও কামাল উদ্দিন মিন্টু। ১৫ নং ওয়ার্ডে, ইউনুচ বাঙ্গালী, সিরাজুল ইসলাম সিকদার, শফিক মিয়া ও সোনাআলী।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ এথিন রাখাইন, সহ-সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডঃ রণজিত দাশ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডঃ তাপস রক্ষিত, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, জিএম কাসেম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।