কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বসত ভিটা দখলের উদ্দেশ্যে এক অসহায় বৃদ্ধা মহিলাকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসীরা বৃদ্ধা মহিলাকে নানাভাবে হয়রানি করছেন। এ ঘটনায় বৃদ্ধা মরিয়ম খাতুন (৬৫) সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকপুর দক্ষিণপাড়ার মৃতু মৌলভী আকবর আহমদের স্ত্রী মরিয়ম খাতুন (৬৫) স্বামীর ক্রয়কৃত ১৬শতক জায়গার মধ্যে বসবাস করে আসছিলেন। স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানে ঘর তৈরী করে বসবাস করছেন। ওই মহিলার এক ছেলে এক মেয়ে থাকলেও তারা দেখাশোনা করছেন না। ৬৫বছর বয়স হলেও সরকারের কাছ থেকে বয়স্ক ভাতা ও বিধবা ভাতাও পাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মরিয়ম খাতুন অন্যের জমিতে মজুরি ও মানুষের কাজ করে কোন রকম চলছেন। অনেক সময় উপোষ থাকতে হয় তাকে। বয়সের ভারে নুয়ে পড়ছেন ওই বৃদ্ধা। এমতাবস্থায় অসহায়ত্বের সুযোগ নিয়ে তার একমাত্র ঠিকানা বসত ভিটাটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় চিহিৃত কিছু সন্ত্রাসী। সেখান থেকে তাকে তাড়াতে পারলেই ভিটাটি দখল করবে তারা। মরিয়ম খাতুন বলেন, মানিকপুর ৪নং ওয়ার্ডের দক্ষিনপাড়ার সন্ত্রাসী আকিব মিয়া, লিটন, জিল্লুর রহমান, গফুর উদ্দিন, রেজাউল করিম, আরিফ উল্লাহ, সেলিম, খোকন ড্রাইভার, আতিক, আসাদ ও আসাব উল্লাহ মিলে ভিটাটি দখল করতে বৃদ্ধা মরিয়ম খাতুনের উপর হামলা, ঘেরাবেড়া ভাংচুর, পাথর ছুড়া ও মলনিক্ষেপ করে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার-শালিস দিলেও অভিযুক্তরা তা মানছে না। এছাড়াও সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হকের কাছের লোক হওয়ায় তাদের বিচার করছে না। এ সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। তারা এলাকায় বাহিনী গড়ে তোলে অন্যের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে যাচ্ছে। এমনকি তার এ বাহিনীর হাতে কেউ রেহাই পাচ্ছে না। এছাড়া প্রতিনিয়ত মরিয়ম খাতুনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
বর্তমানে মরিয়ম খাতুন সন্ত্রাসীদের হামলার ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মরিয়ম খাতুন চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।