১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপি বিএনপি জামাতের সন্ত্রাস-নৈরাজ্য, সহিংসতার প্রতিবাদে শনিবার ২৮ অক্টোবর বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে পৌর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর সভা প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু ও উপস্থাপনা করেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেদ আলী।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়াম লীগ নেতা ইন্জিনিয়ার বদিউল আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী , সাবেক ছাত্রনেতা মুহিদ উল্লাহ মহিদ, মিছিলোত্তর সমাপনী বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
শান্তি সমাবেশ ও মিছিলোত্তর উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ডক্টর আবছার উদ্দিন, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজি এনামুল হক, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ- সভাপতি সেলিম নেওয়াজ, জেলা শ্রমিক লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাস, শহর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোমানা আক্তার, পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, নাছির উদ্দীন, নুরুল আলম পেটান, ফরহাদ রেজা, বেলাল উদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোং, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী সহ প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশ শেষ করে পৌর আওয়ামী লীগের উদ্যোগে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
শান্তি সমাবেশ ও  হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আজ রোববার  বিএনপি জামাতের  অবৈধ হরতালে মানুষের জানমাল রক্ষায় সারদিন মাঠে থাকবে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। কোন রকম নাশকতা বিশৃঙ্খলা করলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।
এদিকে আজ রবিবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার পৌর আওয়ামী লীগ  শান্তি সমাবেশ এর কর্মসূচী পালন করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।