২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সবার নজর লোহাগাড়ায়, রাত পোহালেই ভোট গ্রহন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ সব ধরনের আইনী জটিলতা ও বাঁধা বিঘ্নের অবসানে আগামী ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সবার নজরে রয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বর্তমানে ৩ পদে সর্বমোট প্রার্থীর সংখ্যা ১১জন। পূর্বের ১২জন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ১জন বাদ গেছে। বর্তমানে চেয়ারম্যান পদে ৩ন যথাক্রমে নৌকা প্রতীকে খোরশেদ আলম চৌধুরী, আনারস প্রতীকের জিয়াউল হক চৌধুরী বাবুল ও দোয়াত-কলম প্রতীকে এস.এম.ছলিম উদ্দিন খোকন চৌধুরী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে তালা প্রতীকের আরমান বাবু রুমেল, টিউবওয়েল প্রতীকের ইব্রাহিম কবির, চশমা প্রতীকের এম.এস মামুন ও মাইক প্রতীকের মিজানুর রহমান মিজান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন যথাক্রমে প্রজাপতি প্রতীকের নারীনেত্রী পারভীন আক্তার, কলসী প্রতীকে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে জেসমিন আক্তার এবং হাঁস প্রতীকের শাহিন আক্তার সানাসহ সর্বমোট উক্ত ৩ পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, ৯ ইউনিয়নে সর্বমোট ৬১টি কেন্দ্র রয়েছে। দায়িত্ব পালন করবেন ৬১কেন্দ্রে ৬১জন প্রিজাইডিং অফিসার। প্রতি কেন্দ্রে পুলিশ থাকবে প্রায় ২০জন করে। এছাড়া ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০৪জন বিজিবি এবং অনুরূপ র‌্যাবও দায়িত্বে পালনে নিয়োজিত থাকবেন বলে সূত্রে জানা গেছে। অপরদিকে, পুলিশের সহায়তায় প্রতিকেন্দ্রে থাকবে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ থাকে তার জন্য আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১০জন এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১জন দায়িত্ব পালন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।