৬ মার্চ, ২০২৫ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৫ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার

সমকাল সিএসএ ফর সান উদ্যোগে পুষ্টি মেলায় শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছাস

022

পর্যটন শহর কক্সবাজারে সকাল থেকেই তুমুল বৃষ্টি। টানা বৃষ্টিও শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছাস থামাতে পারেনি। প্রায় এক হাজার শিক্ষার্থী আনন্দ উচ্ছলতায় অংশ গ্রহণ করে সমকাল সিএসএ ফর সান আয়োজিত পুষ্টি বিষয়ক প্রচারাভিযানে। কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে গতকাল সোমবার অনুষ্টিত হয় পুষ্টি বিষয়ক এই প্রচারাভিযান ও মেলা।
‘শিশু পুষ্টি নিশ্চিত করি, সুন্দর আগামী গড়ি’ এই শ্লোগানে আয়োজিত মেলায় শাক সব্জী ফলমূল ও পুষ্টি বিষয়ক বিভিন্ন উপকরণ নিয়ে সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের স্টলগুলো সাজিয়ে দর্শকদের জন্য উন্মোক্ত করে। ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৃষ্টিনন্দন ১৬টি দেয়াল পত্রিকা নিয়ে তারা দর্শকদের সচেতন করে পুষ্টি বিষয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মাতিয়ে তোলে উদীচী’র শিল্পিরা।
সকালে কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয় পুষ্টি সচেতনতা বিষয়ে গোল টেবিল বৈঠক। এতে জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। গোলটেবিল বৈঠকে পুষ্টি বিষয়ের উপর তথ্য চিত্র উপস্থাপন করেন ‘সিএসএ ফর সান’ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. সাহিদা আক্তার। সমকাল সুহৃদ সমাবেশ এর বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ এর সঞ্চালনায় অনুষ্টিত বৈঠকে বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম চৌধুরী, প্রফেসর এম এ বারী, কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. অরূপ দত্ত বাপ্পী, শিশু বিশেষজ্ঞ ডা. এম এন আলম, এডভোকেট তাপস রক্ষিত, সমকালের সহকারী সম্পাদক সুমন্ত আসলাম, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক মুহাম্মদ রমজান আলী, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ তৈয়ব, আমিনুল এহছান মানিক, মানিক চন্দ্র দে, বনানী চক্রবর্তী, মোস্তাক আহমদ, প্রদীপ চন্দ্র শীল, সুজন দাশ, কানন কুমার দাস, শিক্ষার্থী শারমিন জান্নাত ও মোহাম্মদ ফাহিম, সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজার জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ, সমকাল কক্সবাজার অফিস প্রধান আবু তাহের প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন- মেধাবী, কর্মঠ জতি গঠনে সবার আগে নিশ্চিত করতে হবে পুষ্টি চাহিদা। একজন সুস্থ শিশুর জন্য যেমন মায়ের পুষ্টি নিশ্চিত করা জরুরি, তেমনি মেধা বিকাশে শিশুর জন্য পুষ্টি চাহিদা পুরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন- আমাদের দেশে পারিবারিক বা সামাজিক ভাবে মা ও শিশুর পুষ্টির বিষয়টি খুব বেশি গুরুত্ব পায় না। অজ্ঞতার কারণে প্রকৃতিকভাবে পুষ্টির বিপুল সহজ লভ্য সম্ভারকে উপেক্ষা করে কৌটাজাত দামি খাদ্যের দিকে আগ্রহ থাকে বেশি। ফলে, পুষ্টিহীনতায় ভোগে মা ও শিশু।
বক্তারা বলেন- আমাদের মা ও শিশুদের পুষ্টিহীনতা দূর করতে পুষ্টি বিষয়ে এই প্রচারভিযানকে সমাজের তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। এই জন্য শিক্ষার্থী ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা এই ব্যাপারে সমকাল এবং সিএসএ ফর সান এর উদ্যোগকে সাধুবাদ জানান।
বৈঠকে বক্তারা আরো বলেন- সাধারণ মানুষকে পুষ্টি বিষয়ে একটু সচেতন করা গেলে এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব। সুলভ খাদ্য হতে পারে মেধাবী ও কর্মঠ প্রজš§ গঠনের অন্যতম নিয়ামক- এই প্রচার সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশ বদলে যাবে। তরুন প্রজন্মই পারবে এই কঠিন দায়িত্ব পালন করতে।
পরে অতিথিরা শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দেয়াল পত্রিকা উপস্থাপনে প্রথম হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এবং তৃতীয় স্থান লাভ করেছেন কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল। এছাড়া অংশ গ্রহণ করেছেন কক্সবাজার বিমান বন্দর পাবলিক স্কুল, পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।