১০ এপ্রিল, ২০২৫ | ২৭ চৈত্র, ১৪৩১ | ১১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে হবে : কউক চেয়ারম্যান

‘শিক্ষার আলো জ¦ালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ২০১৭ খ্রীঃ। জালালাবাদের ঐতিহ্যবাহী মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নিজ মাঠে ২২ মার্চ দুপুরে এ অনন্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ঈদগাঁওর কৃতি সন্তান লে. ক. (অব.) ফোরকান আহমদ বলেন, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্যদের যৌথ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এগিয়ে যায়।

তিনি কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে। কউক চেয়ারম্যান জেলাবাসীর উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন তার বক্তব্যে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহামদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য জালালাবাদের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বদিউল আলম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান উদ্দীন, জালালাবাদ আ.লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী।

শিক্ষা অফিসার বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিকে এগিয়ে নিতে হলে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা দরকার। সীমিত সম্পদ নিয়ে সরকার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই এলাকার শিক্ষানুরাগীদের এ বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

কউক সদস্য তার বক্তব্যে বলেন, ঐতিহ্যের ধারক এ বিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সমন্বিত প্রচেষ্টা দরকার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি রাজিবুল হক রিকোর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর) মো. আবু শামিম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শকের প্রতিনিধি এএসআই আহসান মোর্শেদ, সমাজ সেবক ও ব্যবসায়ী শওকত আলম। আমন্ত্রিতদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

মেহমানদের মধ্যে ছিলেন উত্তর লরাবাক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদুল আলম, মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী, চৌফলদন্ডী আ.লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ব্র্যাকের শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোছাইন, জালালাবাদ ১নং ওয়ার্ড মেম্বার মোক্তার আহমদ, ঈদগাঁও ২নং ওয়ার্ড মেম্বার বজলুর রহমান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক তারিকুল হাসান তারেক, রাজনীতিক ও সংগঠক কাফি আনোয়ার, পিটিএ কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি ছৈয়দুল হক, বীমা কর্মকর্তা নাছির মিয়া, ব্যবসায়ী শামসুল আলম, পিটিএ সদস্য গিয়াস উদ্দীন, আবুহেনা সাগর। অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে প্রাক প্রাথমিকের সুপরিকল্পিত ও সু-সজ্জিত শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইয়াছির আরফাত।

অতিথিবৃন্দের আসন গ্রহণের পরপর স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন। এতে ‘গুড মর্নিং’ সং দিয়ে অতিথিদের সম্ভাষন জানায় শিক্ষার্থীরা। দেশাত্ববোধক সংগীতের সাথে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীদের নৃত্য দল।

সভাপতির বক্তব্যের পর ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী, ভাগ্যবান অভিভাবক ও মেধা/একাডেমীক পুরস্কার প্রদান করেন অতিথিরা। শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর প্রতিনিধি শাহজাহান মনির চেয়ারম্যানের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা দেয়ার আশ^াস দেয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমগ্র অনুুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল করিম। তাকে সহায়তা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আবদুল আজিজ। অনুষ্ঠানে এলাকার সুধীজন, শিক্ষিত সমাজ, অভিভাবক, অভিভাবিকা, কর্মরত শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ নানা পেশার লোকজন অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।