
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাশে থাকা সমর্থকদের অবদানের কথা স্মরণ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে সমর্থকদের কথা আলাদাভাবে উল্লেখ করলেন মাশরাফি।
“সমর্থকরা গত ১৫/১৭ বছর ধরে আমাদের সাথে আছেন। জয়-পরাজয় যাই হোক, ওরা সব সময়ই মাঠে এসেছেন আর সমর্থন দিয়ে গেছেন।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে প্রতি ম্যাচে মাঠে সমর্থকদের উপস্থিতিতে মুগ্ধ বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, “বংলাদেশ থেকে আসুক আর অস্ট্রেলিয়া প্রবাসী যাই হোক, তারা সব সময় আমাদের সমর্থন দিতে মাঠে এসেছেন। এটা দারুণ একটা ব্যাপার। আশা করি, কালও তারা মাঠে আসবেন।”এমসিজিতে কোয়ার্টার-ফাইনালে মাঠে থাকতে পারেন ৯৫ হাজার দর্শক। এর বেশির ভাগই প্রতিপক্ষ ভারতের সমর্থক হতে পারেন। তবে এনিয়ে মোটেও ভাবছেন মাশরাফি।
“৯৫ হাজারের মতো দর্শকের বেশিরভাগই হয়তো ভারতের সমর্থক হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এই চাপ সামলাতে পারবো।”
দেশসেরা পেসারের বিশ্বাস, কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের কিছু সমর্থকও মাঠে থাকবেন। তাদের ভালো খেলা উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
“আমাদের দলে কিছু ভালো তরুণ খেলোয়াড় আছে। ওরা পুরো টুর্নামেন্টে ভালো করছে। আশা করি, ওরা কাল এগিয়ে আসবে আর নিজেদের সেরাটা দেবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।