১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সমাজসেবায় বিশেষ অবদানে শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন এম. মনজুর আলম


বিশেষ প্রতিবেদক:

সমাজসেবায় সফল ইউপি মেম্বার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’-২০২৩ পেয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম। গতকাল সোমবার বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ”উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ.কে ফজলুল হক এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্টানে দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম ‘এ্যাওয়ার্ড’ পান।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান  সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। স্বাগতম বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী। বিভিন্ন জেলা, উপজেলা থেকে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা থেকে ইউপি সদস্য এম. মনজুর আলম একজনই সনদ, ক্রেস্ট পান। তিনি সংগঠনটির সংশ্লিষ্টের প্রতি কৃতজ্ঞতা ও সকলের দোয়া  কামনা  করেন এম. মনজুর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।