২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা

মহান মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি না পেয়ে ওই দিন শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি  চাওয়া হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিলো।

অনুমতি না পেয়ে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকার ও প্রশাসনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি জানান, ১ মে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদের অংশগ্রহণে র‌্যালি করা হবে।

শ্রমিক সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিক শ্রেণির কণ্ঠকে সরকার স্তব্ধ করতে চায় বলেও এসময় মন্তব্য  করেন নাসিম।

তিনি বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিক দল প্রতিবছরের মতো এ বছরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। সকল পর্যায়ের শ্রমিক-কর্মচারীরা মে দিবস পালন করার চূড়ান্ত পর্বের সময় সরকার ও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দেওয়া শ্রমিকদের রক্ত স্নাত মহিমানিত দিবসটিকে চরমভাবে অবমাননা করা।’

এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘সরকার প্রধান নিজেই শ্রমিক দিবসের অনুষ্ঠান করবেন। অথচ এতো এ দিবসটিতে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এতে আমরা মর্মাহত। শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।