৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

সম্পাদক পরিষদের বিরুদ্ধে রিপোর্টাস ইউনিটির কষ্টার্জিত জয়

DSC00066

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টপ ফেভারিট কক্সবাজার রিপোর্টাস ইউনিটি। ২১ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে রিপোটার্স ইউনিটি ২১ রানে কক্সবাজার সম্পাদক পরিষদকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে। টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে রিপোর্টাস ইউনিটি নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ রিপন সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন। তাঁর এই ইনিংসে দু’টি ছয় ও তিনটি চারের মার ছিল। সম্পাদক পরিষদের সাফা ২টি ও আনোয়ার ১টি উইকেট দখল করেন। জবাবে সম্পাদক পরিষদের দু’ওপেনার শুরুটা চমৎকার করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৬ রানে ইনিংস থমকে যায়।  এদিকে ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ায় রিপোটার্স ইউনিটির অধিনায়ক শফি উল্লাহ শফি জানান-প্রথম ম্যাচ টেনশনে ছিলাম, ব্যাটসম্যান ও বোলাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় কঠিন ম্যাচ জিতে গেছি। বিজিত দলের অধিনায়ক আয়ুবুল ইসলাম বলেন-ম্যাচে সিঙ্গেল বের করতে না পারা ও খারাপ ফিল্ডিংয়ের কারণে নিশ্চিত জয়টি হাতছাড়া হয়ে গেছে। তবে পরের ম্যাচে জিতে ইনশাল্লাহ সেমিতে উঠবে সম্পাদক পরিষদ।  ম্যাচ শেষে ম্যাচ সেরা বিজয়ী দলের রাশেদ রিপনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন দৈনিক রূপসী গ্রামের প্রকাশক ও সম্পাদক খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রিয়তোষ পাল পিন্টু, যুগ্ম আহবায়ক ইকরাম চৌধুরী টিপু, হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ, ক্রীড়া লেখক সমিতির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মীজা ওবাইদ রুমেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।