২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

সময়ক্ষেপনের কৌশল কামারুজ্জামানের

ফাঁসির দড়িতে ঝুলতে সময় ক্ষেপনের কৌশল নিচ্ছেন জামায়াত নেতা কামারুজ্জামান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি এমনই কৌশল নিচ্ছেন বলে জানা গেছে।
ফাঁসির রায় কারাগারে পৌঁছেছে গতকালই। কিন্তু এখনও রায় কার্যকরে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
কারাগার সূত্রে জানা গেছে, কামারুজ্জামানকে গতকালই রায় পড়ে শুনানো হয়েছে। তিনি রায় শুনে সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নিয়েছেন।
তারই ধারাবাহিকতায় আজ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন কামারুজ্জামান।
কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবীরা সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কি না এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এ ব্যাপারে ভেবে দেখার সময় চেয়েছেন।
তবে কতদিন সময়, এ ব্যাপারে কামারুজ্জামানের আইনজীবীরা সাংবাদিকদের নির্দিষ্ট করে কিছু জানাননি।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত না তিনি সিদ্ধান্ত জানাবেন, ততক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর করা অনুচিত। আইনগতভাবেও এ রায় কার্যকর করা ঠিক হবে না।
ভেবে দেখতে কতদিন সময় চেয়েছেন কামারুজ্জামান-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, জেল কোড অনুযায়ী রায় যেদিন হয়, তারপর থেকে আসামির সাত দিন পর্যন্ত সময় পাওয়ার কথা।
এর আগে গতকাল বুধবার দুপুরে ৩৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতিসহ চার বিচারপতি। বুধবার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবউজ্জামান রায়ের কপিটি কারাগারে নিয়ে যান। সেখানে তিনি সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে রায়ের কপিটি হস্তান্তর করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।