১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

পনের দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারতের বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, শ্রাবস্তী ও নালান্দাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন ২৬ জন অংশগ্রহণকারী দলটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ১৬.০০.০০০০.০০৪.২৫.০০২.১৯.১৬০ তারিখ-২৫ সেপ্টেম্বও ২০২২ মূলে সহকারী সচিব এস.এম ফরিদ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পলাশ বড়ুয়া বলেন, সরকারি ভাবে প্রথমবারের মতো তীর্থযাত্রা এটি। এতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, এটা বাঙালি বৌদ্ধদের জন্য গৌরবের এবং মাইলফলক হয়ে থাকবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রিসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভ‚ষণ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সফর অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

উল্লেখ্য, পলাশ বড়ুয়া দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সিএসবি টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক। এর আগে চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক হিমছড়িসহ একাধিক দৈনিকে কাজ করেছেন।

এছাড়াও তিনি রুমখাঁপালং হাতিরঘোনার সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, উখিয়া শাখার সহ-সভাপতি এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।