এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকালে আইনশৃঙ্খলা বিষয়ক এক সমাবেশ মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, শিক্ষা কর্মকর্তা আবু জাফর, শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর, প্রধান শিক্ষক তছলিম উদ্দিন, জিএম রুকন উদ্দিন, সেলিনা আক্তার, হুরে জন্নাত মিলি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতের উন্নয়নে নানামুখী কর্মসুচি গ্রহন করেছে। দেশে অতীতে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতের উন্নয়ন, শিক্ষকদের জীবনমানের সুব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব কার্যক্রম বাস্তবায়ন করেছে অতীতে অন্য কোন সরকার করতে পারেনি।
তিনি বলেন, শিক্ষকরা হচ্ছে সরকারের অংশ। সরকারের প্রতিনিধি। তৃনমুলে সকল ধরণের বিষয়ে শিক্ষকরা সরকারের প্রতিনিধিরা হিসেবে কাজ করে। তাই দেশের সার্বিক উন্নয়ন, শিক্ষাখাতের অগ্রগতিসহ জননেত্রী শেখ হাসিনা সরকারের সফল কর্মসুচি গুলো সর্ম্পকে শিক্ষকদেরকে দায়িত্ববান ভুমিকা পালন করতে হবে। যাতে সরকারের সফল কার্যক্রম সর্ম্পকে প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবক মহলের কাছে তুলে ধরা সম্ভব হয়।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের প্রতিনিধি, সরকারের কর্মকর্তা। তাই সরকারের ভাল কর্মের সফলতা আপনাদের দায়িত্বকে আরো সমৃদ্ধি করে। সেইজন্য তৃনমুলে অর্থাৎ আপনার বিদ্যালয়ের আশপাশে কতিপয় মহল বা গোষ্টি সরকারের বিপক্ষে কোন ধরণের অপতৎপরতায় লিপ্ত হলে এই ধরণের খবর পেলে তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করবেন। যাতে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ব্যাঘাত না ঘটে। তিনি উপজেলার প্রতিটি জনপদে আইনশৃঙ্খলার উন্নয়নে উপস্থিত শিক্ষকদের সহযোগিতা করতে আহবান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।