২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সরকারের সিদ্ধান্তে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হবে


উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদা শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের জন্য পাঠানো মালয়েশিয়ার ত্রাণ আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছে কক্সবাজার প্রশাসন। গত কাল ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের আনুষ্টানিকতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। ত্রাণ বিতরণের পূর্বে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
সকাল থেকে কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পে ভিড় করতে থাকে ত্রাণ প্রত্যাশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা। ১১টার কিছু সময় পর কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন তুলে দেন ১৭ পদের প্রায় ২৫ কেজি ওজনের একটি করে ত্রাণের প্যাকেট। ত্রাণ পেয়ে রোহিঙ্গারা তাদের অনুভূতির কথা জানালেন নিজেদের মতো করে। রোহিঙ্গা নারী সুফিয়া ও আবেদা বেগম বলেন, দীর্ঘ ২ মাস ধরে অনাহারে অর্ধাহারে ছিলাম। আজকে ত্রাণ পেয়ে আমরা আনন্দিত। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালেয়শিয়া সরকারের পাঠানো ত্রাণ আগামী ১ সপ্তার মধ্যে উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফের লেদাসহ বস্তিতে আশ্রয় নেওয়া ১৫ হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পর্ণ করা হবে বলে জেলা প্রশাসক আলী হোসেন জানিয়েছেন। রোহিঙ্গাদের ত্রাণ পৌঁছে দেবার দায়িত্বটা রেডক্রিসেন্ট ও আইওএম এর। আইওএম-এর লিষ্ট অনুযায়ী উখিয়া ও টেকনাফের ১৫ হাজার রোহিঙ্গাদের মাঝে উক্ত ত্রাণ সামগ্রীগুলো সুস্থ ও সঠিক ভাবে বিতরণ করা হচ্ছে। উখিয়ার কুতুপালং ৫শ পরিবার ও টেকনাফের লেদার ক্যাম্পের আশ্রয় নেওয়া ৫শ পরিবারের প্রধানের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আটা, ময়দা, দুধ, টুথপেষ্ট সহ ১৭টি পণ্যের প্রায় ২৫ কেজি ওজনের ১টি করে প্যাকেট বিতরণ করা হয়। আগামী কাল শুক্রবারও ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হবে বলে তিনি জানান। ব্রিফিংকালে ঠেঙ্গাচরে রোহিঙ্গাদের পুর্নবাসন প্রক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদেরকে ঠেঙ্গাচরেই রোহিঙ্গাদের পুর্নবাসন করা হবে।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, ত্রাণ বিতরণ কার্যক্রম কমিটির প্রধান কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাইফুল ইসলাম মজুমদার, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, সহকারী শিক্ষক পুলিশ সুপার (সার্কেল) চাইলাউ মারমা, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুযারা বেগম, ভূমি কমিশনার শিবলী নোমান, উখিয়া উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা সহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএম ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টার সময় কুতুপালং এ ত্রাণ বিতরণের আনুষ্ঠানিকতা উদ্বোধন শেষ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। পরে তার নেতৃত্বে টেকনাফের লেদা ক্যাম্পে দুপুরে ১টার দিকে ত্রাণ বিতরণ করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশের সফরে এসেছিলেন মালয়েশিয়ার পার্লামেন্টের মেম্বার আব্দুল আজিজের নেতৃত্বে ৩০ সদস্যের প্রতিনিধি দল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।