২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

সরকার গরীব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে -শাহীন বদি এমপি

জাহাঙ্গীর আলম,টেকনাফ: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ ভিজিডির চাল বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ছয় হাজার জন মহিলার মাঝে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৯ এপ্রিল ২০১৯ ইং সকাল ১১টায় সাবরাং ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সহধর্মিণী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি। অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন আক্তার বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উখিয়া-টেকনাফের জনগনের প্রতি সুনজর থাকায় টেকনাফে ২০ হাজার মহিলা আগামী ২ বছরের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল পাবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনার সবাই দোয়া করবেন। কারন শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনা মানে উখিয়া-টেকনাফের উন্নয়ন। আগামী দিনে উখিয়া-টেকনাফের যেসব অসমাপ্ত উন্নয়ন আছে তা সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ হিসেবে উখিয়া-টেকনাফের জনগন নানা ভাবে সহায়তা পাচ্ছে। নৌকায় ভোট দিয়ে জনগন যে প্রতারিত হয় না আজকের চাল বিতরন তারই প্রমান। আমার স্বামী আপনাদের প্রিয় নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি সংসদ সদস্য থাকা অবস্থায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা সমস্যার ফলে অনেক চেষ্টা করে টেকনাফের জনগনের খাদ্য সমস্যা দুর করতে এই চাল বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। অবশেষে আজকে এই চাল বিতরণ করতে পারছি। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার জনগনের সরকার। সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান,কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এবং একাদশ জাতীয় সংসদ সদস্য শাহীন আক্তার বদি ‘র একমাত্র ছেলে শাওন আরমান, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শরীফ, আবু সিদ্দিক মেম্বার, মহিলা মেম্বার ছেনুয়ারা বেগম, কাদের হোসেন, দেশের গর্জন টেকনাফ প্রতিনিধি ও ডেইলি টেকনাফ অনলাইন নিউজ প্রোটাল এর চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মিজান, সিরাজুল হক সহ আওয়ামীলীগ,যুবলীগসহ্ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।