৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

সাংবাদিকদের অধিকার আদায়ে সাইফুল ইসলাম এর ভূমিকা ছিল সবচেয়ে বেশি

DSC_0022
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে দেশ একজন মেধাবী সাংবাদিককে হারিয়েছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা বলেন, সাইফুল ইসলাম তালুকদার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধান ও অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের আন্দোলনে এক উজ্জ্বল নাম সাইফুল ইসলাম তালুকদার। তাঁর মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।
স্মরণ সভায় সভাপতিত্ব করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের। সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, বিশ্বজিত সেন, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল প্রমুখ। শুরুতে সাইফুল ইসলাম তালুকদারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।