১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বাঁধা ও হুমকি আসলে তা আর বরদাস্ত করা হবে না

Ukhiya Pic-09-05
উখিয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উখিয়া সদর ষ্টেশন চত্বরে প্রেস ক্লাব সভাপতি এ্যাডভোকেট মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে এর সংঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ তাহের নাঈম, দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, দৈনিক আজকের কক্সবাজারের বার্তা সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, সুশাসনের জন্য নাগরিক সুজন উখিয়া শাখার সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য নুর মোহাম্মদ সিকদার। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সময় ও অসময়ে সাংবাদিকরা ত্রিমূখী ষড়যন্ত্রের শিকার হয়। প্রভাবশালী মহলের ছত্রছায়াঁয় কতিপয় অপরাধী দৃবৃত্তরা সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি ও পথে ঘাটে লাঞ্চিত ও নাজেহালের অপচেষ্টা চালিয়ে থাকেন। এসব ঘৃণ্য কর্মকান্ডকে প্রতিহত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিবাদের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা কোন সন্ত্রাসী দৃবৃত্ত পেশীশক্তি এবং গডফাদারদের সাথে আপোষ করেনি। বন্তুনিষ্ট সংবাদ পরিবেশন সব সময় জনগণের পক্ষে থাকে বলে বক্তাদের অভিমত। ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বাঁধা ও হুমকি আসলে তা আর বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্ছারণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উখিয়া প্রেস ক্লাবের সদস্য মাওলানা নূরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক সহ সভাপতি গফুর মিয়া চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন করিব জুশান, অর্থ সম্পাদক শফিউল ইসলাম আজাদ, হানিফ আজাদ, কাজী হুমায়ুন কবির বাচ্ছু, সোলতান মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন চৌধুরী, আবদুর রহিম সেলিম, শহিদুল ইসলাম, মাহমুদুল হক বাবুল, মোসলেহ উদ্দিন, শুক্কুর মাহমুদ চৌধুরী প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।