ঈদগাঁওতে আসছেন জোয়ারিয়ানালা তথা কক্সবাজারের কীর্তিমান মহিয়সী নারী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. শিরিন আক্তার। একই সাথে আসছেন একুশে পদকপ্রাপ্ত জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা। দুজনই একই অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে “মালিক সোবহান ঃ জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা ও স্মরণানুষ্ঠান। নবগঠিত সাংবাদিক গবেষক মালিক সোবহান ফাউন্ডেশন কর্তৃক অনন্য কীর্তিমান এ লেখকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহিবুল আজিজ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. ক. (অব.) ফোরকান আহমদ। সভাপতিত্ব করবেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (অব.) সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ফরাজী। এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, জালালাবাদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী, চট্টগ্রামের কবি ও লেখক চৌধুরী গোলাম রব্বানী, কক্সবাজারের সাবেক পৌর মেয়র নুরুল আবছার, কক্সবাজার সাহিত্য একাডেমী সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক রূপসীগ্রাম নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাত, স্থানীয় শিক্ষাবিদ অধ্যাপক ফিরোজ আহমদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আজিম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য প্রকৌশলী বদিউল আলম প্রমুখ। ফাউন্ডেশন আহবায়ক অধ্যাপক সুলতান ও সদস্য সচিব আজাদ মনসুর জানান, দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, মিলাদ, দোয়া মাহফিল, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও মরহুমের কবর জিয়ারত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।