১৫ নভেম্বর, ২০২৪ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে তিনি মামলাটি দায়ের করেন। যার মামলা নং—৪৯/৬৫৩।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর রাত ১০ টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টার মধ্যে শহরের টেকপাড়া মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ির পার্কিং থেকে হোন্ডা লিভো ডিস্ক মডেলের মোটরসাইকেলটি নিয়ে যায় চোর চক্র। মোটরসাইকেলটির কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। চুরির ঘটনায় চোর চক্রের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।

মামলার বাদি সাংবাদিক আজিজ রাসেল জানান, ‘বাইকটি চুরি হওয়ার পর জেলাজুড়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরাখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চোর চক্রের কিছু ক্লু মিলেছে। যার সুত্র ধরে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা শহর পুলিশ ফাঁড়ির এসআই মিল্টন দে বলেন, ‘চোর চক্রের সদস্যদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সেই সাথে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানা বলেন, ‘আন্তঃজেলা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চোর চক্রের তালিকা পুলিশের কাছে আছে। তালিকা মোতাবেক কাজ করছে পুলিশ। সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেলসহ চোর চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।