১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

সাংসদ ড.নদভীর প্রচেষ্টায় আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন সড়কের ডাবল সলিং কাজ শুরু

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বেশ পরিচিত। আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন পন্ডিত পাড়া, কালা বর বাড়ী, অলি বর বাড়ী,মোস্তার বর বাড়ী এলাকায় শত শত মানুষের বসবাস রয়েছে।
এসব এলাকার মাঝখানে একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত হিসেবে পড়ে ছিল। মানুষের চলাচলে চরম ভোগান্তির মধ্য পড়তে হতো। অত্র এলাকার কৃতি সন্তান উপজেলা যুবলীগ সদস্য বাদশা খালেদ ও স্হানীয় এলাকাবাসীকে নিয়ে সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ, উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কে সড়কটির বিষয়ে অবহিত করেন।

অবশেষে সাংসদ ড.নদভী অত্র গ্রামবাসীর দীর্ঘদিনের মানুষের স্বপ্ন পুরণ করলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে স্হানীয় সাংসদ ড.নদভীর ঐকান্তিক প্রচেষ্টায় আনুমানিক ৫৪লক্ষ টাকা ব্যয়ে আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন বাজাজ শো রুম হইতে বাদশা খালেদ পর্যন্ত সড়কের ডাবল সলিং কাজ চলমান রয়েছে।উক্ত সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

১৫ জানুয়ারী বিকেলে এলাকার মুরব্বিদের সাথে নিয়ে সাংসদ ড.নদভীর পক্ষ থেকে উক্ত সড়কের কাজ পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য,অত্র এলাকার কৃতি সন্তান বাদশা খালেদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ অনেকেই উপস্হিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা যুবলীগের সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান বাদশা খালেদ জানান, আমাদের এলাকার দীর্ঘদিন ধরে একটি সড়ক অবহেলায় পড়েছিল। মাননীয় এমপি মহোদয়কে অবহিত করলে তিনি ৫৪লক্ষ টাকা ব্যয়ে একটি ডাবল সলিং এর ব্যবস্হা গ্রহণ করেন। সড়কের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবী হিসেবে সড়কে ডাবল সলিং এর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।