সাগর কন্যা প্রবালদ্বীপে ভ্রাম্যমান আদালত দু‘দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে। ১মার্চ সকাল হতে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ,মেম্বারসহ স্থানীয় ফাঁড়ির পুলিশ এবং বীচ কর্মীরা দুইদিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এতে শতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। এই দ্বীপ ভ্রমনে আসা পর্যটকদের সুবিধার্থে নিয়মিত তদারকি ছাড়াও আগামীতে অবৈধ স্থাপনা নির্মাণরোধে সজাগ দৃষ্টি রাখা হবে। এছাড়া এই দ্বীপের রাস্তা সমুহের যানজট কমাতে পদক্ষেপ নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।