৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

সাতকানিয়ার ডলুব্রিজে অবৈধ গাড়ি পার্কিং: জনদুর্ভোগ চরমে

1480089410
সাতকানিয়ার ডলুব্রিজ। এ ব্রিজের ওপর দু’পাশে সারি সারিভাবে পার্কিং করা হয়েছে সিএনজিচালিত তিন চাকার অটোরিকশা। প্রথমবার দেখেছেন এমন কেউ মনে করতে পারেন এটি নদীর ওপর পার্কিং স্টেশন। আর এ অবৈধ স্টেশন বসিয়েছে খোদ পুলিশ! এ পার্কিং স্টেশন থেকে পুলিশ পায় নির্ধারিত মাসোহারা। ফলে বছরের পর বছর এখানকার শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম দুর্ভোগ পোহালেও পুরো ব্রিজ জুড়ে অবৈধ পাকিং উচ্ছেদে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তাকে নাজেহাল করেন অবৈধ পার্কিংয়ে থাকা সিএনজি চালিত অটো রিকশার চালক ও মস্তানরা।
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অসংখ্যবার ডলুব্রিজের ওপর অবৈধ পার্কিং উচ্ছেদে সিদ্ধান্ত হয়েছে। সাতকানিয়া থানা পুলিশকে এ ব্যাপারে নির্দেশও দেয়া হয়েছে। কিন্তু পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। বরং আগে এক পাশে পার্কিং থাকলেও এখন দু’পাশে পার্কিং স্টেশন করা হয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট এমন ‘সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্তহীনতায়’ নাকাল হচ্ছেন সেতুর দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। কোনো অদৃশ্য শক্তির ইশারায় ডলুব্রিজ থেকে অবৈধ গাড়ি পার্কিং সরানো যাচ্ছে নো তা সাধারণ মানুষের বোধগম্য নয়।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের দু’পাশে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা পার্কিং করে যাত্রীর জন্য অপেক্ষা করছেন চালকরা। ফলে সেতুর ওপর দিয়ে ছোট যানবাহন পার হয়ে গেলেও বড় যানবাহনগুলো পার হতে প্রচুর বেগ পেতে হয়। দু’ গজ পথ পাড়ি দিতে সময় লাগে অন্তত ২০ থেকে ৩০ মিনিট। কখনো যানজট লেগে গেলে অপেক্ষা করতে হয় আরো বেশি সময়।
উপজেলার চরতী, আমিলাইশ, কাঞ্চনা, মাদার্শা, সোনাকানিয়া ও এওচিয়ার জনসাধারণকে ডলুব্রিজ পার হয়ে সাতকানিয়া থানা, সাতকানিয়া আদালত, উপজেলা পরিষদে যোগাযোগ ও চট্টগ্রাম জেলা শহরে যাতায়াত করতে হয়। এর বাইরে আছে সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অন্তত ৫ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রীকেও ডলুব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। তাছাড়া ব্যবসাবাণিজ্যের কাজে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উপরোক্ত এলাকার বাসিন্দাদের ছাড়াও মির্জাখীল দরবার শরীফের মুরিদানরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরবার শরীফে আসার ক্ষেত্রে ডলুব্রিজকেই ব্যবহার করে থাকেন। সঙ্গত কারণেই যোগাযোগের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এ ডলুব্রিজ এলাকাটি জনসাধারণ চলাচলের জন্য উš§ুক্ত থাকার কথা থাকলেও চিত্র তার ঠিক উল্টো। স্থানীয় জনগণ অভিযোগ করেন পুলিশই এ অবৈধ পার্কিং স্টেশনের মালিক। এ ব্যাপারে সচেতন কয়েক যুবক পুলিশের কাছে অভিযোগ করে বিপাকে পড়েছেন। তাদের নাশকতার মামলায় আসামি করার হুমকি দেয়া হয়েছে। ফলে কেউ টুঁ-শব্দ করছেন না। স্থানীয় গণমাধ্যম কর্মীরা পুলিশের এ হুমকি থেকে বাদ যাননি।
এ প্রসঙ্গে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ থেকে এ বছরের ভেতরেই একটি বাস টার্মিনাল করার জন্য চেষ্টা করছি। টার্মিনাল হলেই তাদের সেখান থেকে সরিয়ে দেয়

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।