টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাহেদ হোসনের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে ফেব্রুয়ারী বিকাল ৩টায় সাবরাং হাইস্কুল মাঠে শোকসভা উদযাপন পরিষদের উদ্যোগে আহবায়ক জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মৌলভী নজির আহমদের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক ও সাবরাং হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ দৌল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ,টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান,সাবরাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোলতান আহমদ বিএ,মরহুমের ছোট ভাই ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল্লাহ,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না,শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিট যুবলীগ সভাপতি রেজাউল করিম রেজু মেম্বার,সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, মাষ্টার নজরুল ইসলাম প্রমুখ। প্রয়াত নেতার শোক-স্মৃতি নিয়ে মানপত্র পাঠ করেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাসেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের পিতা হাজী আমির হামজা,সাবেক পৌর প্রশাসক এসএম ফারুক বাবুল,শব্বির আহমদ মেম্বার,টেকনাফ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম ধইল্যা,হোসেন আহমদ কাউন্সিলর,নুরুল বশর নুরশাদ কাউন্সিলর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম,টেকনাফ সদর যুবলীগ সভাপতি মোহাম্মদ আইয়ুব,সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ুব,হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাবরাং যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন জাহেদ ভাই চরম দুঃসময়ে দলের হাল ধরে দলকে টিকিয়ে রেখে গেছেন বলেই দলমত নির্বিশেষে অসংখ্য মানুষের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি সত্যিই দক্ষ সংগঠক ও দলের ত্যাগী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন নীতিবান রাজনৈতিক ব্যক্তিকে হারাল। জাহেদ ভাইয়ের পদাংক অনুসরণ করে সবাইকে ত্যাগী ও নীতিবান হয়ে উঠার আহবান জানান। সভাশেষে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবরাং দারুল উলুম মাদরাসার মুহতামিম মৌলানা নুর আহমদ ফারুকী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।