২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

সামাজিক মাধ্যমে সরকারের উন্নয়ন প্রচারে সক্রিয় এমপি বদি


প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘোষনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিগত দিনের ও চলমান উন্নয়ন কর্মকান্ড প্রচারের নির্দেশনার পর থেকে উখিয়া-টেকনাফে উন্নয়নের যে ধারাবাহিকতা তার প্রচার চালাচ্ছে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত ফেসবুক পেইজে গত কয়েকদিন যাবত উখিয়া-টেকনাফের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, রাস্তা সহ নানা অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরছেন।
সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উখিয়া-টেকনাফের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এই প্রচারনার মাধ্যমে সরকারের উন্নয়নের প্রচারের পাশাপাশি সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে।
উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন জানান, তরুনরা এখন তথ্য প্রযুক্তি নির্ভর। তাই সরকারের উন্নয়ন তুলে ধরার জন্য মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, উন্নয়ন প্রচারে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে।
টেকনাফ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার অালম, জননেত্রী শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে স্বাধীনতার ৪০ বছরে উখিয়া-টেকনাফে হয়নি। আর সে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য আবদুর রহমান বদি। ফেসবুকে এই উন্নয়নের প্রচার আরো বাড়াতে হবে তিনি মনে করেন।
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সংসদ সদস্যরা একেকজন সারথী হিসেবে কাজ করছি। তাই বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা প্রচারের দায়িত্ব আমাদের। তাই তিনি এসব প্রচারনার মাধ্যমে বিশেষ করে তরুনদের মাঝে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।